পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

'Padmo mrityu' by Nirmalendu Gun

পদ্ম মৃত্যু 

---- নির্মলেন্দু গুণ


পদ্ম ফোটানোর জন্যে একটা পুকুর কেটেছিলাম ।
ঝর্নার মতো জল উঠবে তার পাতাল থেকে ।
ভালোবেসে নিজের হাতে কেটেছি হাজার কোয়া মাটি ।
কিন্তু পাতাল চিরে উঠে আসেনি স্বচ্ছতোয়া নদী,
দু'কূল ছাপিয়ে উঠেনি স্বর্গীয় মদে ফেনা ।

দিন শেষে দেখি পদ্মের মৃণালে শুধু মৃত্যু ফুটে আছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন