পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

'Neerar pashe tinti chaya' by Sunil Gangopadhyay


নীরার পাশে তিনটি ছায়া 

– সুনীল গঙ্গোপাধ্যায়


নীরা এবং নীরার পাশে তিনটি ছায়া   
আমি ধনুকে তীর জুড়েছি, ছায়া তবুও এত বেহায়া  
পাশ ছাড়ে না
বার ছিলা সমুদ্যত, হানবো তীর ঝড়ের মতো–  
নীরা দু’হাত তুলে বললো, ‘মা নিষাদ!  
ওরা আমার বিষম চেনা!’  
ঘূর্ণি ধুলোর সঙ্গে ওড়ে আমার বুক চাপা বিষাদ–  
লঘু প্রকোপে হাসলো নীরা, সঙ্গে ছায়া-অভিমানীরা
ফেরানো তীর দৃষ্টি ছুঁয়ে মিলিয়ে গেল  
নীরা জানে না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন