পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

'Muthophoner kabyo' by Nirmalendu Gun

মুঠোফোনের কাব্য 

---- নির্মলেন্দু গুণ


পাগলী আমার ঘুমিয়ে পড়েছে
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো ?

আমিও দিই না জানতে,
কবির প্রেম তো এরকমই হয় -
পান্তা ফুরায় নুন আনতে ।
হে চির-অধরা আমার,
তুমি তো সেকথা জানতে ।

---------------------------

প্রথম ফাগুনে
পোড়াবে দেহ যদি
কবির আগুনে,
নগ্নদেহপটে
ফোটাও ফুল যথা
মূল্য না বুঝে
ফোটায় ফুল্বন
সংখ্যা না-গুনে ।
বিলাও রূপরস
গন্ধ সুধাময়ী ।
নারীর প্রেম বিনা
কবি কি হয় জয়ী?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন