পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

'Machi' by Nirmalendu Gun

মাছি 

----নির্মলেন্দু গুণ


একটি মাছি বুকের 'পরে
একটি মাছি নাকে,
একটি মাছি আমাকে চেনে
একটি চেনে তাকে।

আমাকে চেনে,তাকেও চেনে
সেই মাছিটি কই?
নাকেও নেই, বুকেও নেই
চোখের জলে ঐ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন