পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

'Bodle jao, kichuta bodlao' by Abul Hassan




বদলে যাও, কিছুটা বদলাও 

----আবুল হাসান


কিছুটা বদলাতে হবে বাঁশী 
কিছুটা বদলাতে হবে সুর 
সাতটি ছিদ্রের সূর্য; সময়ের গাঢ় অন্তঃপুর 
কিছুটা বদলাতে হবে

মাটির কনুই , ভাঁজ রক্তমাখা দুঃখের সমাজ কিছুটা বদলাতে হবে…

বদলে দাও, তুমি বদলাও
নইলে এক্ষুনি 
ঢুকে পড়বে পাঁচজন বদমাশ খুনী , 
যখন যেখানে পাবে 
মেরে রেখে যাবে, 
তোমার সংসার, বাঁশী, আঘাটার নাও । 
বদলে যাও, বদলে যাও, কিছুটা বদলাও !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন