'বাঙালি, একটি ফিনিক্সপাখি'
----আখতারুজ্জামান আজাদ
আমরা বাহান্নতে মরেছি দলে দলে,
আমরা একাত্তরে মরেছি ঝাঁকে ঝাঁকে,
আমরা পঁচাত্তরে মরেছি সপরিবারে।
প্রতিটি মৃত্যুর পর আমরা আবার জেগে উঠেছি,
যেভাবে জেগে ওঠে একটি ফিনিক্সপাখি, অগ্নিদগ্ধ ভস্ম থেকে।
জাতির স্বপ্ন দেখার ভার যখন স্বপ্নভঙ্গের হাতে,
বিপ্লবের ধ্বজা যখন ধ্বজভঙ্গের হাতে,
তখন স্বপ্ন আর বিপ্লবের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে
বিপ্লবীদের বিধ্বস্ত করাই বাঙালির বিপ্লব!
যেসব বিপ্লবী জাতিকে পিতৃহীন করার বিপ্লবে নেমেছিল পঁচাত্তরে,
আজ পিতৃহীন হয়েছে তাদের সন্তানেরা,
আর কেউ কেউ প্রহর গুনছে মৃত্যুর অপেক্ষমাণ তালিকায়!
পরাজিত শক্তি যখন হেঁটে বেড়ায় বিজয়ীর বেশে,
যখন ফুলেরা কাঁদে, হায়েনারা হাসে;
যখন মানুষ ঘুমায়, পশুরা জাগে;
তখন আমার ঠিকানায় আসে সেই পুরনো পত্র,
তখন আমার কানে ভাসে সেই পুরনো ছত্র --
"এ বা রে র সংগ্রাম আমাদের মু ক্তি র সংগ্রাম!
এ বা রে র সংগ্রাম স্বা ধী ন তা র সংগ্রাম!
জ য় বাং লা!"
----আখতারুজ্জামান আজাদ
আমরা বাহান্নতে মরেছি দলে দলে,
আমরা একাত্তরে মরেছি ঝাঁকে ঝাঁকে,
আমরা পঁচাত্তরে মরেছি সপরিবারে।
প্রতিটি মৃত্যুর পর আমরা আবার জেগে উঠেছি,
যেভাবে জেগে ওঠে একটি ফিনিক্সপাখি, অগ্নিদগ্ধ ভস্ম থেকে।
জাতির স্বপ্ন দেখার ভার যখন স্বপ্নভঙ্গের হাতে,
বিপ্লবের ধ্বজা যখন ধ্বজভঙ্গের হাতে,
তখন স্বপ্ন আর বিপ্লবের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে
বিপ্লবীদের বিধ্বস্ত করাই বাঙালির বিপ্লব!
যেসব বিপ্লবী জাতিকে পিতৃহীন করার বিপ্লবে নেমেছিল পঁচাত্তরে,
আজ পিতৃহীন হয়েছে তাদের সন্তানেরা,
আর কেউ কেউ প্রহর গুনছে মৃত্যুর অপেক্ষমাণ তালিকায়!
পরাজিত শক্তি যখন হেঁটে বেড়ায় বিজয়ীর বেশে,
যখন ফুলেরা কাঁদে, হায়েনারা হাসে;
যখন মানুষ ঘুমায়, পশুরা জাগে;
তখন আমার ঠিকানায় আসে সেই পুরনো পত্র,
তখন আমার কানে ভাসে সেই পুরনো ছত্র --
"এ বা রে র সংগ্রাম আমাদের মু ক্তি র সংগ্রাম!
এ বা রে র সংগ্রাম স্বা ধী ন তা র সংগ্রাম!
জ য় বাং লা!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন