'Ami kingbodontir kotha bolchi' by Abu-Jafar Ubaidullah
আমি কিংবদন্তির কথা বলছি
---আবু জাফর ওবায়দুল্লাহ
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিলতাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল।তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেনঅরণ্য এবং শ্বাপদের কথা বলতেনপতিত জমি আবাদের কথা বলতেনতিনি কবি এবং কবিতার কথা বলতেন।জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।যে কবিতা শুনতে জানে নাসে ঝড়ের আর্তনাদ শুনবে।যে কবিতা শুনতে জানে নাসে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।যে কবিতা শুনতে জানে নাসে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।আমি উচ্চারিত সত্যের মতোস্বপ্নের কথা বলছি।উনুনের আগুনে আলোকিতএকটি উজ্জ্বল জানালার কথা বলছি।আমি আমার মা’য়ের কথা বলছি,তিনি বলতেন প্রবহমান নদীযে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে।যে কবিতা শুনতে জানে নাসে নদীতে ভাসতে পারে না।যে কবিতা শুনতে জানে নাসে মাছের সঙ্গে খেলা করতে পারে না।যে কবিতা শুনতে জানে নাসে মা’য়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে নাআমি কিংবদন্তির কথা বলছিআমি আমার পূর্বপুরুষের কথা বলছি।আমি বিচলিত স্নেহের কথা বলছিগর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছিআমি আমার ভালোবাসার কথা বলছি।ভালোবাসা দিলে মা মরে যায়যুদ্ধ আসে ভালোবেসেমা’য়ের ছেলেরা চলে যায়,আমি আমার ভাইয়ের কথা বলছি।যে কবিতা শুনতে জানে নাসে সন্তানের জন্য মরতে পারে না।যে কবিতা শুনতে জানে নাসে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না।যে কবিতা শুনতে জানে নাসে সূর্যকে হৃদপিন্ডে ধরে রাখতে পারে না।আমি কিংবদন্তীর কথা বলছিআমি আমার পূর্ব পুরুষের কথা বলছিতাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিলকারণ তিনি ক্রীতদাস ছিলেন।আমরা কি তা’র মতো কবিতার কথা বলতে পারবো,আমরা কি তা’র মতো স্বাধীনতার কথা বলতে পারবো!তিনি মৃত্তিকার গভীরেকর্ষণের কথা বলতেনঅবগাহিত ক্ষেত্রেপরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেনসবত্সা গাভীর মতদুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেনতিনি কবি এবং কবিতার কথা বলতেন।যে কর্ষণ করে তাঁর প্রতিটি স্বেদবিন্দু কবিতাকর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।যে কবিতা শুনতে জানে নাশস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে।যে কবিতা শুনতে জানে নাসে মাতৃস্তন্য থেকে বঞ্চিত হবে।যে কবিতা শুনতে জানে নাসে আজন্ম ক্ষুধার্ত থেকে যাবে।যখন প্রবঞ্চক ভূস্বামীর প্রচন্ড দাবদাহআমাদের শস্যকে বিপর্যস্ত করলোতখন আমরা শ্রাবণের মেঘের মতযূথবদ্ধ হলাম।বর্ষণের স্নিগ্ধ প্রলেপেমৃত মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম।বারিসিক্ত ভূমিতেপরিচ্ছন্ন বীজ বপন করলাম।সুগঠিত স্বেদবিন্দুর মতশস্যের সৌকর্য অবলোকন করলাম,এবং এক অবিশ্বাস্য আঘ্রাণআনিঃশ্বাস গ্রহণ করলাম।তখন বিষসর্প প্রভুগণঅন্ধকার গহ্বরে প্রবেশ করলোএবং আমরা ঘন সন্নিবিষ্ট তাম্রলিপির মতরৌদ্রালোকে উদ্ভাসিত হলাম।তখন আমরা সমবেত কন্ঠেকবিতাকে ধারণ করলাম।দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতারক্তজবার মত প্রতিরোধের উচ্চারণ কবিতা।যে কবিতা শুনতে জানে নাপরভৃতের গ্লানি তাকে ভূলুন্ঠিত করবে।যে কবিতা শুনতে জানে নাঅভ্যূত্থানের জলোচ্ছ্বাস তাকে নতজানু করবে।যে কবিতা শুনতে জানে নাপলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে।আমি কিংবদন্তির কথা বলছিআমি আমার পূর্বপুরুষের কথা বলছি।তিনি স্বপ্নের মত সত্য ভাষণের কথা বলতেনসুপ্রাচীন সংগীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেনতিনি কবি এবং কবিতার কথা বলতেন।যখন কবিকে হত্যা করা হলতখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মতসৌভ্রত্রে সম্মিলিত হলাম।প্রজ্জ্বলিত সূর্যের মত অগ্নিগর্ভ হলাম।ক্ষিপ্রগতি বিদ্যুতের মতত্রিভূবন পরিভ্রমণ করলাম।এবং হিংস্র ঘাতক নতজানু হয়েকবিতার কাছে প্রাণভিক্ষা চাইলো।তখন আমরা দুঃখকে ক্রোধএবং ক্রোধকে আনন্দিত করলাম।নদী এবং সমুদ্রে মোহনার মতসম্মিলিত কন্ঠস্বর কবিতাঅবদমিত ক্রোধের আনন্দিত উত্সারণ কবিতা।যে কবিতা শুনতে জানে নাসে তরঙ্গের সৌহার্দ থেকে বঞ্চিত হবে।যে কবিতা শুনতে জানে নানিঃসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে।যে কবিতা শুনতে জানে নাসে মূক ও বধির থেকে যাবে।আমি কিংবদন্তির কথা বলছিআমি আমার পূর্বপুরুষের কথা বলছি।তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিলআমি একগুচ্ছ রক্তজবার কথা বলছি।আমি জলোচ্ছ্বাসের মতঅভ্যূত্থানের কথা বলছিউত্ক্ষিপ্ত নক্ষত্রের মতকমলের চোখের কথা বলছিপ্রস্ফুটিত পুষ্পের মতসহস্র ক্ষতের কথা বলছিআমি নিরুদ্দিষ্ট সন্তানের জননীর কথা বলছিআমি বহ্নমান মৃত্যুএবং স্বাধীনতার কথা বলছি।যখন রাজশক্তি আমাদের আঘাত করলোতখন আমরা প্রাচীণ সংগীতের মতঋজু এবং সংহত হলাম।পর্বত শৃংগের মতমহাকাশকে স্পর্শ করলাম।দিকচক্রবালের মতদীর্ঘ থেকে দীর্ঘতর হলাম;এবং শ্বেত সন্ত্রাসকেসমূলে উত্পাটিত করলাম।তখন আমরা নক্ষত্রপুঞ্জের মতউজ্জ্বল এবং প্রশান্ত হলাম।উত্ক্ষিপ্ত নক্ষত্রের প্রস্ফুটিত ক্ষতচিহ্ন কবিতাস্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত উম্মোচন কবিতা।যে কবিতা শুনতে জানে নাসে নীলিমাকে স্পর্শ করতে পারে না।যে কবিতা শুনতে জানে নাসে মধ্যাহ্নের প্রত্যয়ে প্রদীপ্ত হতে পারে না।যে কবিতা শুনতে জানে নাসে সন্ত্রাসের প্রতিহত করতে পারে না।আমি কিংবদন্তীর কথা বলছিআমি আমার পূর্বপুরুষের কথা বলছি।আমি শ্রমজীবী মানুষেরউদ্বেল অভিযাত্রার কথা বলছিআদিবাস অরণ্যেরঅনার্য সংহতির কথা বলছিশৃংখলিত বৃক্ষেরউর্দ্ধমুখী অহংকারের কথা বলছি,আমি অতীত এবং সমকালের কথা বলছি।শৃংখলিত বৃক্ষের উর্দ্ধমুখী অহংকার কবিতাআদিবাস অরণ্যের অনার্য সংহতি কবিতা।যে কবিতা শুনতে জানে নাযূথভ্রষ্ট বিশৃংখলা তাকে বিপর্যস্ত করবে।যে কবিতা শুনতে জানে নাবিভ্রান্ত অবক্ষয় তাকে দৃষ্টিহীন করবে।যে কবিতা শুনতে জানে নাসে আজন্ম হীনমন্য থেকে যাবে।যখন আমরা নগরীতে প্রবেশ করলামতখন চতুর্দিকে ক্ষুধা।নিঃসঙ্গ মৃত্তিকা শস্যহীনফলবতী বৃক্ষরাজি নিস্ফলএবং ভাসমান ভূখন্ডের মতছিন্নমূল মানুষেরা ক্ষুধার্ত।যখন আমরা নগরীতে প্রবেশ করলামতখন আদিগন্ত বিশৃংখলা।নিরুদ্দিষ্ট সন্তানের জননী শোকসন্তপ্তদীর্ঘদেহ পুত্রগণ বিভ্রান্তএবং রক্তবর্ণ কমলের মতবিস্ফোরিত নেত্র দৃষ্টিহীন।তখন আমরা পূর্বপুরুষকেস্মরণ করলাম।প্রপিতামহের বীর গাঁথাস্মরণ করলাম।আদিবাসী অরণ্য এবং নতজানু শ্বাপদের কথাস্মরণ করলাম।তখন আমরা পর্বতের মত অবিচলএবং ধ্রুবনক্ষত্রের মত স্থির লক্ষ্য হলাম।আমি কিংবদন্তীর কথা বলছিআমি আমার পূর্বপুরুষের কথা বলছি।আমি স্থির লক্ষ্য মানুষেরসশস্ত্র অভ্যুত্থানের কথা বলছিশ্রেণীযুদ্ধের অলিন্দেইতিহাসের বিচরণের কথা বলছিআমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি।স্বপ্নের মত সত্যভাষণ ইতিহাসইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতাযে বিনিদ্র সে স্বপ্ন দেখতে পারে নাযে অসুখী সে কবিতা লিখতে পারে না।যে উদ্গত অংকুরের মত আনন্দিতসে কবিযে সত্যের মত স্বপ্নভাবীসে কবিযখন মানুষ মানুষকে ভালবাসবেতখন প্রত্যেকে কবি।আমি কিংবদন্তির কথা বলছিআমি আমার পূর্বপুরুষের কথা বলছি।আমি বিচলিত বর্তমানএবং অন্তিম সংগ্রামের কথা বলছি।খন্ডযুদ্ধের বিরতিতেআমরা ভূমি কর্ষণ করেছি।হত্যা এবং ঘাতকের সংকীর্ণ ছায়াপথেপরিচ্ছন্ন বীজ বপন করেছি।এবং প্রবহমান নদীর সুকুমার দাক্ষিণ্যেশস্যের পরিচর্যা করছি।আমাদের মুখাবয়ব অসুন্দরকারণ বিকৃতির প্রতি ঘৃণামানুষকে কুশ্রী করে দ্যায়।আমাদের কণ্ঠস্বর রূঢ়কারণ অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভকণ্ঠকে কর্কশ করে তোলে।আমাদের পৃষ্ঠদেশে নাক্ষত্রিক ক্ষতচিহ্নকারণ উচ্চারিত শব্দ আশ্চর্য বিশ্বাসঘাতকআমাদেরকে বারবার বধ্যভূমিতে উপনীত করেছে।আমি কিংবদন্তির কথা বলছিআমি আমার পূর্বপুরুষের কথা বলছি।আমার সন্তানেরাআমি তোমাদের বলছি।যেদিন প্রতিটি উচ্চারিত শব্দসূর্যের মত সত্য হবেসেই ভবিষ্যতের কথা বলছি,সেই ভবিষ্যতের কবিতার কথা বলছি।আমি বিষসর্প প্রভুদেরচির প্রয়াণের কথা বলছিদ্বন্দ্ব এবং বিরোধেরপরিসমাপ্তির কথা বলছিসুতীব্র ঘৃণারচূড়ান্ত অবসানের কথা বলছি।আমি সুপুরুষ ভালবাসারসুকণ্ঠ সংগীতের কথা বলছি।যে কর্ষণ করেশস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।যে মত্স্য লালন করেপ্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে।যে গাভীর পরিচর্যা করেজননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।যে লৌহখন্ডকে প্রজ্জ্বলিত করেইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে।দীর্ঘদেহ পুত্রগণআমি তোমাদের বলছি।আমি আমার মায়ের কথা বলছিবোনের মৃত্যুর কথা বলছিভাইয়ের যুদ্ধের কথা বলছিআমি আমার ভালবাসার কথা বলছি।আমি কবি এবং কবিতার কথা বলছি।সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতাসুপুরুষ ভালবাসার সুকণ্ঠ সংগীত কবিতাজিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতারক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা।আমরা কি তাঁর মত কবিতার কথা বলতে পারবো আমরা কি তাঁর মত স্বাধীনতার কথা বলতে পারবো ?
Nice poem
উত্তরমুছুনkobitatir internal significance bolben pl
উত্তরমুছুন