পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

'Amar bhiitore bahire ontore ontore' by Rudro Muhammad Shahidullah

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে 

---রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে , আছো তুমি হৃদয় জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে।
পুষে রাখে যেমন ঝিনুক , খোলসের আবরণে মুক্তোর সুখ। তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে।
ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে। আমার ভিতরে বাহিরে………

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন